ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সংঘটিত গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার (১১ অক্টোবর) ডাকসুর ভিপি, জিএস ও এজিএসের সই করা এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়েছে, বিগত আওয়ামী শাসনামলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত এসব অপরাধ দেশের ইতিহাসে এক ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। গুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী এরইমধ্যে ১৮০০-এর বেশি গুমের অভিযোগ জমা পড়েছে। গুম ও খুনের শিকারদের মধ্যে রয়েছেন সাধারণ নাগরিক, শিক্ষার্থী, নারী, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের অসংখ্য নেতা-কর্মী। এমনকি অনেক শিশু পর্যন্ত এ নৃশংসতার হাত থেকে রেহাই পায়নি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের বহু শিক্ষার্থীকে রাজনৈতিক ভিন্নমতের...