বাংলাদেশে আজও কন্যাসন্তান জন্ম নেওয়া মানেই চাপা এক শঙ্কা। কন্যাসন্তান জন্মালে অনেক ঘরেই নেমে আসে নীরবতা। এর প্রধান কারণ হচ্ছে—কন্যার নিরাপত্তা, সামাজিক দৃষ্টিভঙ্গি, বাল্যবিবাহ এবং যৌতুকপ্রথা। দেশের অনেক জেলায় ইভটিজিংয়ের পাশাপাশি যৌতুকের প্রথা ভয়ানক প্রভাব বিস্তার করে আছে। ফলে বাবা-মায়ের ভেতরে তৈরি হতে থাকে একটি হিসাব—কত টাকা লাগবে? কত দ্রুত মেয়েকে বিয়ে দেওয়া যায়। এমন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে তাদের মাথায়। যৌতুকের জন্য অনেক পরিবার শুরু থেকেই অর্থ জমাতে থাকে। কেউ হয়তো প্রতিদিনের বাজার থেকে ১০ টাকা বাঁচিয়ে এক জায়গায় জমা রাখছেন। কেউ কেউ নিজের বিয়ের গয়না খুলে মেয়ের জন্য রেখে দেন। এমনও মা আছেন, যিনি নিজের চিকিৎসার খরচ মেয়ের বিয়ের সঞ্চয়ে ব্যয় করছেন। এমনটি শুধু সাধারণ বা গরিব পরিবারেই নয়—অনেক শিক্ষিত পরিবারেও এ বাস্তবতা বিদ্যমান। শিক্ষা, সৌন্দর্য কিংবা চারিত্রিক...