আগের ম্যাচে ‘গোল্ডেন ডাক’ আর ১ ওভারে ২৭ রান খরচের দুঃস্বপ্ন পিছু ছাড়লো না সাকিব আল হাসানের। বোলিংয়ে অবশ্য উইকেটের দেখা পেলেন, কিন্তু আরও একবার ‘গোল্ডেন ডাক’ মারলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।তবে এবার জয়ের মুখ দেখেছে তার দল মন্ট্রিল রয়্যাল টাইগার্স। কানাডার সুপার সিক্সটির ম্যাচে গতকাল ৫ উইকেটে জিতেছে মন্ট্রিল। আগে ব্যাট করে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান করতে পারে তাদের প্রতিপক্ষ টরন্টো সিক্সার্স। জবাবে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে জয় পায় সাকিববাহিনী। আগে ব্যাটিং করতে নামা টরন্টো দুই ওপেনার জেসন রয় (২৬ বলে ৪১ রান) ও অ্যালেক্স হেলসের (১৯ বলে ২১ রান) ব্যাটে উড়ন্ত সূচনা পায়। মাঝে খেই হারালেও শেষদিকে সুরেশ রায়নার ৮ বলে ১৯ রানের ইনিংসে ভর করে ১০০ পার করে তারা। বল হাতে...