১১ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম ভারতে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে রাখা হয়নি। এই ঘটনা আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি আফগান নারীর স্বাধীনতা ও সাংবাদিকতার স্বাধীনতার ওপর তালেবানের সীমাবদ্ধ মনোভাবের প্রমাণ। শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনের আয়োজন এবং সাংবাদিকদের আমন্ত্রণের দায়িত্ব ছিল মুত্তাকির সঙ্গে থাকা আফগান কর্মকর্তাদের। বিষয়টি নিয়ে ভারতীয় পক্ষ নারী সাংবাদিকদের রাখার অনুরোধ জানিয়েছিল, কিন্তু আফগান কর্মকর্তারা এতে রাজি হননি। সংবাদ সম্মেলনে মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন। একাধিক সাংবাদিক আফগান নারীদের স্বাধীনতার বিষয়ে প্রশ্ন করলে মুত্তাকি জানান, “প্রত্যেক...