
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের নয়, বরং জাতি হিসেবে ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের প্রয়োজন রয়েছে। পাশাপাশি মানবাধিকার কমিশনকে শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক এক জাতীয় পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন রয়েছে। বিগত ১৬ বছর আমরা দুঃশাসন, গুম-খুন ও লুটপাট দেখলাম। এই অসুস্থ, ভয়াবহ ও আত্মধ্বংসী কাঠামো থেকে আমাদের অবশ্যই সেফ এক্সিটের দরকার। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। তবে উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। কিন্তু ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া দরকার। আইন প্রণয়ন ও প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্যে পার্থক্য টেনে তিনি বলেন,...