ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সোমবার ‘লং মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছেন কলেজগুলোর শিক্ষার্থীরা। সেদিন নিজ নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবনের দিকে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনে থাকা আবির মাহমুদ রবিন। ঢাকা কলেজের এ শিক্ষার্থী শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিজ নিজ ক্যাম্পাস থেকে লং মার্চ করে শিক্ষা ভবনের দিকে যাব। কাছাকাছি কলেজগুলোর শিক্ষার্থীরা একসাথেও বড় মিছিল নিয়ে আসতে পারবেন।" সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজগুলোর অধিভুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় বাতিল করার পর আলাদা একটি বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া শুরু করেছে...