চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে প্রচার চালাতে প্রার্থীরা ছুটে যাচ্ছেন শিক্ষার্থীদের কাছে। ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাম ছাত্র সংগঠন এবং বিভিন্ন সাংস্কৃতিক ও আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা লড়ছেন অন্তত ১২টি প্যানেলের হয়ে। সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪১৫ জন। প্যানেলের দুই শতাধিক প্রার্থীর বাইরে অন্যরা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। এসব স্বতন্ত্র প্রার্থী ব্যতিক্রমী প্রচার, লিফলেট তৈরি এবং নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের মন জয় করতে চাইছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের আধিপত্য গত শতাব্দীর আশির দশক থেকে। ছাত্রলীগের আধিপত্য আরও আগে থেকে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ছাত্রলীগের আধিপত্যের কাছে ছাত্রশিবির বা অন্য কোনো ছাত্র সংগঠন ক্যাম্পাসে তেমন কোনো রাজনৈতিক সুবিধা নিতে পারেনি। গেল বছরের ৫ অগাস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে...