২০১৮ সালে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১ ধারার অধীন কোনো আদালত বা ট্রাইব্যুনালে দেওয়া দণ্ড বা জরিমানা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উল্লিখিত ধারায় অপরাধ সংঘটনে সহায়তার অপরাধে কোনো আদালত বা ট্রাইব্যুনালে নিষ্পন্নাধীন কোনো মামলা বা অন্যান্য কার্যধারা অথবা পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে তদন্তাধীন মামলা বা কার্যক্রম বাতিল হবে এবং এ বিষয়ে আর কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সাহসী সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। আইনটি ডিজিটাল মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের দোহাই দিয়ে করা হলেও মূল লক্ষ্যবস্তু ছিল বিরোধী দলের নেতা–কর্মী ও সাংবাদিকেরা। সরকারের সামান্য সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ঠুকে দেওয়া হতো।...