তফসিল ঘোষণার প্রায় দেড় মাস সময় থাকতেই ধীরে ধীরে গণসংযোগ আর সেবামূলক কর্মকাণ্ডে মনোযোগ বাড়াচ্ছে বিএনপি। ছোট ছোট দলে ভাগ হয়ে নারী সদস্যরা যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে, পুরুষদের কাজে লাগানো হচ্ছে সেবামূলক কর্মকাণ্ড আর মানুষের নানা সমস্যা সমাধানে। এতে জামায়াতের একতরফা প্রচারণা ঠেকানোর পাশাপাশি রাজপথে শক্ত অবস্থানও নিশ্চিত হবে বলে মনে করেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে সারা দেশে আরও জোরদার হবে ধানের শীষের নির্বাচনি কর্মকাণ্ড। বিএনপির তৃণমূলের চিত্রটা এখন অনেকটা এমন— দলের পক্ষে ভোট চেয়ে কয়েকদিন ধরে রাজধানীতে নানা এলাকায় সরব জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা। ছোট ছোট টিমে ভাগ হয়ে পুরোপুরি নির্বাচনি আমেজে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন তারা। তুলে দেন বিএনপির ৩১ দফার লিফলেট। কিন্তু নির্বাচনের এখনও তফসিলই হয়নি। তবুও...