ওয়ানডেতে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের ধারাবাহিকতায় বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তাই দীর্ঘদিন পর এই ফরমেটে আফগানিস্তানদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। শুধু তাই নয় ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ মেলাতে আফগান সিরিজ বাংলাদেশের কঠিন পরীক্ষা। কেননা র্যাংকিংয়ে উন্নতি ঘটাতে না পারলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগটাই পাবে না টাইগাররা। সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। তবে দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টের স্বাগতিক দল হিসেবে খেলতে যাওয়ায় র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৯ দল পর্যন্ত বাছাইপর্বের বাধা ছাড়া অংশ নিতে পারবে বিশ্বকাপের মূল পর্বে। আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইতোমধ্যে পরাজিত হয়েছে বাংলাদেশ। তাই সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই টাইগারদের সামনে। সেই দুই ম্যাচে জিতলেও র্যাঙ্কিংয়ের নবম...