কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যাট ও বল হাতে দুঃস্বপ্নের একটি দিন পার করলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে এক ওভারে দিয়েছেন ২৭ রান, আর ব্যাট করতে নেমে ফিরেছেন প্রথম বলেই (গোল্ডেন ডাক)।সাকিবের এমন বিবর্ণ পারফরম্যান্সের দিনে তার দল মন্ট্রিয়াল টাইগার্সও ভ্যাঙ্কুভার নাইটসের কাছে ৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। ভ্যাঙ্কুভারে টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা রীতিমতো রানের পাহাড় গড়ে। নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২০৬ রান। ভ্যাঙ্কুভারের এই ব্যাটিং তাণ্ডবের মূল কারিগর ছিলেন কিউই ব্যাটার ম্যাক্স চু। মাত্র ২৩ বল মোকাবেলা করে তিনি ৮২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যাতে ছিল ৬টি চার ও ৯টি ছক্কা। দলের পক্ষে অধিনায়ক ডোয়াইন প্রিটোরিয়াসও ঝড় তোলেন। ১৪ বলে ৭টি ছক্কা ও একটি চারের সাহায্যে তিনি করেন...