শীত আসতে দেরি হলেও আপনার আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। বিশেষ করে শীতে এসি বন্ধ থাকবে প্রায় কয়েক মাস। তার আগে এসির কয়েকটি কাজ করুন। শীতের আগে এসির কিছুটা যত্ন নিলে শীতকালেও নিরাপদে রাখা যায় এবং গরমকালে আবার চালু করার সময় ঝামেলা কম হয়। আসুন জেনে নেওয়া যাক কী কী করবেন- ১. ধুলাবালি জমলে এসির ভেতরে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। প্রতি ১-২ মাস পর পর ফিল্টার খুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে আবার লাগান। শীতের আগে যখন এসি একেবারে বন্ধ করছেন তখন ফিল্টার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখুন। তাতে অনেক সমস্যা কমবে না। ২. ইভাপোরেটর (ভেতরের ইউনিট) আর কনডেন্সারে (বাইরের ইউনিট) ধুলা জমে গেলে ঠান্ডা/গরম বাতাস সঠিকভাবে চলাচল করে না। প্রয়োজনে টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করিয়ে নিন। ৩. আরও একটি গুরুত্বপূর্ণ কাজ...