একসময় বাংলাদেশ ছিল ওয়ানডেতে তুলনামূলক ভালো দল। কিন্তু সেব দলটিই ২০২৩ এবং ২০২৪ সালের দুটি ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছিল আফগানিস্তানের কাছে। এবার আবারও দুই দল ওয়ানডেতে মুখোমুখি। এরই মধ্যে প্রথম ম্যাচে আফগানদের কাছে হেরে গেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। বুধবার প্রথম ওয়ানডেতে আফগানিস্তান ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। ২২১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ৪৭.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। আফগানিস্তানের জয়ের নায়ক ছিলেন আজমাতউল্লাহ ওমরজাই, যিনি ৩ উইকেট নেওয়ার পাশাপাশি জয়ের পথে গুরুত্বপূর্ণ ৪০ রান করেন। রশিদ খানও ফিরেছেন নিজের ছন্দে, ৩৮ রানে ৩ উইকেট নিয়ে পেরিয়েছেন ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক। এছাড়া, ওপেনার রহমানুল্লাহ গুরবাজ চাপের মুহূর্তে পরিণত ইনিংস খেলেছেন, নিজের আক্রমণাত্মক স্টাইল কিছুটা দমন করে দলের প্রয়োজনে দায়িত্বশীল ব্যাটিং করেছেন। রহমত...