টানা দুইটি আইসিসি ট্রফি জয়ের পরও ওয়ানডে অধিনায়কত্ব হারাতে হয়েছে রোহিত শর্মাকে। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন শুবমান গিল। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালই এখন পর্যন্ত রোহিতের শেষ ওয়ানডে। দলকে শিরোপা জেতানোর পাশাপাশি তিনি ফাইনালের ম্যাচসেরা হয়েছিলেন। ইতিহাস বলছে, ম্যাচসেরা হওয়ার পরের ম্যাচেই নেতৃ্ব হারানোর এমন দৃষ্টান্ত বিরল। পাকিস্তানের সাবেক কিংবদন্তি ইমরান খান ১৯৯২ সালে প্রায় ৪০ বছর বয়সে বিশ্বকাপ জিতেছিলেন। ২০২৭ সালের বিশ্বকাপের সময় রোহিতের বয়সও হবে ৪০। পার্থক্য শুধু একটাই— ইমরান পেয়েছিলেন বিদায়ী মঞ্চ, রোহিত পেলেন না কোনো সম্মানজনক বিদায়। প্রধান নির্বাচক অজিত আগারকারের ব্যাখ্যায় বলা হয়েছে, তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক রাখার জটিলতা দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটাঙ্গনে এখন প্রশ্ন উঠেছে যে— রোহিত শর্মার মতো একজন সফল অধিনায়ককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এত তাড়াহুড়া করে...