কোরআনুল কারিমের প্রথম সূরা হলো সূরা আল-ফাতিহা। এর প্রথম শব্দ ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন’ থেকে একে অনেকে সংক্ষেপে ‘সূরা আলহামদ’ বলে থাকেন। ‘ফাতিহা’ শব্দের অর্থ: ‘উদ্বোধন’ বা ‘সূচনা’। অর্থাৎ, আল্লাহ তাআলা এই সূরাটির মাধ্যমে সমগ্র কোরআনের দ্বার খুলে দিয়েছেন। এটি যেন এক চাবি, যার মাধ্যমে মানুষ আল্লাহর রহমত ও হেদায়েতের দরজা খুলতে পারে। সূরাটি মক্কায় অবতীর্ণ, এটিতে মোট ৭টি আয়াত আছে। সূরা আল-ফাতিহাকে বলা হয়:“উম্মুল কিতাব” (গ্রন্থের জননী), “আস-সাব’উল মসানি” (সাতটি পুনরাবৃত্ত আয়াত)। কারণ, এই সূরাটি প্রতিটি নামাজের প্রতিটি রাকআতে পাঠ করাতে হয়, এবং মুসলমানরা প্রতিদিন অসংখ্যবার এই সূরাটি পরেন। بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ‘পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।’ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের পালনকর্তা।’ الرَّحْمَٰنِ الرَّحِيمِ‘যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু।’ مَالِكِ يَوْمِ الدِّينِ‘যিনি...