ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি এ ম্যাচে খেলেননি। তবে তার অনুপস্থিতিতেও শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছয় মিনিটে লাউতারো মার্তিনেসের শট রুখে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। ৩১ মিনিটে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। মাঝমাঠ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল পাঠান জালে। মাঠে না নামলেও গ্যালারিতে বসে স্ত্রী সন্তানদের নিয়ে সতীর্থদের পারফরম্যান্স উপভোগ করেন মেসি। পিছিয়ে পরে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভেনেজুয়েলা। বেশ কয়েকটি আক্রমনে গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে আর্জেন্টিনার শক্ত রক্ষণ প্রাচির ভাঙ্গতে ব্যর্থ হয় তারা। রেফারির শেষ বাঁশিতে জয় নিশ্চিত হয় আলবেসেলেস্তাদের।...