ফয়সাল অষ্টম শ্রেণির ছাত্র। পাঁচ ভাইবোনের মধ্যে সে সবার ছোট ও মেধাবী। ভাইবোনসহ মা-বাবা সবাই তাকে আদর করে। শুধু কি তাই! তাকে রীতিমত ক্ষুদে বিজ্ঞানী বলে ডাকে। ক্ষুদে বিজ্ঞানীর পেছনের কথা জানা থাক। ফয়সাল অষ্টম শ্রেণির ছাত্র। পাঁচ ভাইবোনের মধ্যে সে সবার ছোট ও মেধাবী। ভাইবোনসহ মা-বাবা সবাই তাকে আদর করে। শুধু কি তাই! তাকে রীতিমত ক্ষুদে বিজ্ঞানী বলে ডাকে। ক্ষুদে বিজ্ঞানীর পেছনের কথা জানা থাক। সে যখনই বাংলা, ইংরেজি, অংক, ইতিহাস, ভূগোলে ৭০ থেকে ৮০ নম্বর পেয়ে থাকে। কিন্তু বিজ্ঞানে বরাবরের মতই সে ১০০ তে ১০০। স্কুলের শিক্ষকরা যেমন খুশি, তার মা-বাবাও তেমনি খুশি। ফয়সালের আরেকটি গুণ হলো সকালে অথবা বিকালে সময় পেলে কিছু জিনিসপত্র ব্যাটারি নিয়ে বসে যায়। একটার সাথে একটা তার লাগিয়ে ব্যাটারি দিয়ে অথবা অন্য কিছুর...