নম্রতা এমন একটি গুণ, যা মানুষকে অন্যের কাছে প্রিয় ও মর্যাদাবান করে তোলে। বিনয়ী মানুষ নিজের অহংকার দমন করে অন্যকে সম্মান করেন এবং আল্লাহর কাছে নিজেকে প্রিয় করে তোলেন। ইসলামে বিনয় ও নম্রতার এই গুণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন,তুমি তোমার অনুসারী বিশ্বাসীদের প্রতি সদয় হও। (সুরা শুআরা, আয়াত : ২১৫) আল্লাহ আরও বলেন, হে বিশ্বাসীগণ! তোমাদের মধ্যে কেউ ধর্ম থেকে ফিরে গেলে আল্লাহ এমন এক সম্প্রদায় আনয়ন করবেন, যাদেরকে তিনি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে। তারা হবে বিশ্বাসীদের প্রতি কোমল ও অবিশ্বাসীদের প্রতি কঠোর। (সুরা মায়েদা, আয়াত : ৫৪) মানব সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও বিনয়ের ভিত্তিতে সহাবস্থানের নির্দেশ দিয়েছেন আল্লাহ তায়ালা। পবিত্র কোরআনে তিনি বলেছেন, হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও...