ভারতে দক্ষিণী তারকা প্রভাস একটু চেষ্টা করলেই নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিকুয়েল থেকে দীপিকা পাড়ুকোন নাকি বাদ পড়তেন না। এই খবর দিয়েছে বলিউড হাঙ্গামা। এই সংবাধমাধ্যমটি বলছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিকুয়েলে দীপিকা ২০ দিনের মত শুটিও সেরেছিলেন। পরে চিত্রনাট্য বদলে অভিনেত্রীর চরিত্রের দৈর্ঘ্য ‘ক্যামিও পর্যায়ে’ নামিয়ে আনা হয়। ‘গ্রেট অন্ধ্রা’ নামক এক দক্ষিণী সংবাদমাধ্যমের বরাতে বলিউড হাঙ্গামা বলছে, দীপিকার কাজের সময়সীমা নিয়ে কিছু শর্ত ছিল ঠিকই, তবে প্রভাস বিষয়টি জানার পরও হাত গুটিয়ে বসে থাকেন। এই অভিনেতা যদি মধ্যস্থতা করতেন, তাহলে দীপিকাকে কাজটি ছেড়ে দিতে হত না। অর্থাৎ, প্রভাস দীপিকার সামনে ঢাল হয়ে দাঁড়ালে প্রযোজক-পরিচালকরা ‘এমন ধৃষ্টতা দেখানোর সাহস পেতেন না’। আর প্রভাসের টিম বলছে, এই অভিনেতা সাধারণত কাস্টিং নিয়ে মাথা ঘামান না। কল্কির প্রযোজনা প্রতিষ্ঠান ‘বৈজয়ন্তী মুভিজ’ এক্সে...