ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন শনিবার (১১ অক্টোবর)। ক্যারিয়ারে শতাধিকেরও বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী ৩৭ বছরে পদার্পণ করেছেন। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাসে ভরে ওঠে। অসংখ্য শুভেচ্ছাবার্তায় ভাসতে থাকেন অপু বিশ্বাস। তবে জন্মদিনের শুরুতেই নায়িকার জীবনে আসে এক বিশেষ মুহূর্ত। মধ্যরাতে তার একমাত্র ছেলে আব্রাম খান জয় মায়ের জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানায়। শুক্রবার গভীর রাতে নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন অপু। ভিডিওতে দেখা যায়, বেগুনি রঙের একটি কেকের সামনে বসে আছেন মা-ছেলে। জয় মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, “মম? হ্যাপি বার্থডে!” এরপর অপু স্নেহভরে ছেলেকে আদর করে কেক কাটার প্রস্তুতি নেন। এই সময় ঘটে যায় এক মজার ঘটনাও—ছোট্ট জয় বারবার ফু দিয়েও মোমবাতি নিভাতে পারছিল না। পরে অপু নিজে ফু দিয়ে মোমবাতি...