রাজশাহীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনূর্ধ্ব–১৮ টুর্নামেন্টে নতুন ইতিহাস লিখেছেন বাংলাদেশের তরুণ খেলোয়াড় জারিফ আবরার। টুর্নামেন্টের বালক এককের ফাইনালে থাইল্যান্ডের টপসিড নাপাত পাটানালের থাপানকে সরাসরি ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এই জয়ে আইটিএফের কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশি খেলোয়াড় একক শিরোপা জিতলেন। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় বালক ও বালিকা এককের দুটি ফাইনাল ম্যাচ। ২ নম্বর কোর্টে জারিফের প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের নাপাত থাপান। শুরু থেকেই দারুণ ভাবে খেলেন জারিফ। প্রথম সেট জিতে নেন সহজেই। দ্বিতীয় সেটে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ফিরে আসেন তিনি। অবশেষে ২-০ সেটে জয় নিশ্চিত করেন এই তরুণ। শেষ পর্যন্ত থাপানকে হার মানিয়ে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেন তিনি। অন্যদিকে বালিকাদের ফাইনালটিও ছিল সমান প্রতিযোগিতাপূর্ণ। তিন ঘণ্টার লড়াইয়ে চীনের...