আবুধাবির জায়েদ স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচের হারের ক্ষত ভুলে সিরিজে সমতা ফেরাতে বদ্ধপরিকর মেহেদী হাসান মিরাজের দল। অপর দিকে বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে এখন আফগানিস্তান। টি–টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে দাপুটে জয়ের পর ওয়ানডেতেও সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল লাল-সবুজদের। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে সেটা হয়নি। হারতে হয়েছে ৫ উইকেটে। তার পরও দলকে শান্ত থাকতে বলছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার ভাষায়, ‘ভয়ের কিছু নেই। এই ফরম্যাটটা আমাদের শক্তির জায়গা। আমরা জানি কোথায় ভুল হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আরও ভালো করতে হবে।’ প্রথম ম্যাচে ব্যাটিং ধসের চেনা দৃশ্যই দেখা যায় বাংলাদেশের ব্যাটিংয়ে! ৫৩ রানে ৩ উইকেট হারানোর...