আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের সেইফ এক্সিট দরকার নেই। তবে, জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন রয়েছে। বিগত ১৬ বছর দুঃশাসন, গুম-খুন ও লুটপাট দেখলাম। অনিয়ম দুর্নীতি অর্থ পাচার থেকে বেরিয়ে আসতে আমাদের অবশ্যই সেফ এক্সিটের দরকার রয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এই মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতিসহ অনেক বিচারপতি গণতন্ত্র ধ্বংসের নেতৃত্ব দিয়েছেন। তাদের অনেকের বিচার করা যায়নি। ভবিষ্যৎ সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা আইন উপদেষ্টার। তিনি বলেন, ‘বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া দরকার।’ আসিফ নজরুল বলেন, ‘ভালো আইন করা মানেই পুরো দেশটা পরিবর্তন হয়ে যাবে এটা...