এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে জিততে জিততে শেষ পর্যন্ত হেরে গেছে বাংলাদেশ ফুটবল দল। হৃদয়বিদারক এই হারের পরের দিনই ফিরতি লেগ খেলতে গতকাল হংকং গেছে বাংলাদেশ দল। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে জিততে জিততে শেষ পর্যন্ত হেরে গেছে বাংলাদেশ ফুটবল দল। হৃদয়বিদারক এই হারের পরের দিনই ফিরতি লেগ খেলতে গতকাল হংকং গেছে বাংলাদেশ দল। ১৪ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি পর্বের ম্যাচ খেলার জন্য দেশ ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়া বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। বিমানবন্দরে হংকং ম্যাচের একাদশ নিয়ে জামাল বলেন, ‘আমি যখন না খেলি সেটা তো ভুল, এটা আমি বলব। আমি তো সব ম্যাচ খেলতে চাই। কিন্তু দিনশেষে কারা খেলবে এটা কোচের সিদ্ধান্ত। আমি চাই খেলতে।’ বাংলাদেশ হামজার গোলে লিড নিয়েছিল। এরপর প্রথমার্ধের শেষ...