মেক্সিকোর বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী দল। শুক্রবার (১০ অক্টোবর) কোচ কামিলা অরল্যান্ডো ২৬ সদস্যের দল প্রকাশ করে। ২৩ ও ২৬ অক্টোবর গোইয়ানিয়া শহরে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে সিবিএফ টিভি।আসন্ন এই দুই ম্যাচ ২০২৬ সালের সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ। একই সঙ্গে কোচ হিসেবে কামিলা অরল্যান্ডোরও প্রথম ম্যাচ হতে যাচ্ছে এটি। মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ওনেসিও ব্রাসিলেইরো আলভারেঙ্গা স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি লুডোভিকো টেইশেইরা অলিম্পিক স্টেডিয়ামে। ম্যাচগুলোর সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।ঘোষিত দলে আক্রমণভাগের ওপর বেশ জোর দিয়েছেন ব্রাজিলের কোচ। ২৬ সদস্যের দলে তিনি রেখেছেন ৭ ফরোয়ার্ডকে। প্রতিপক্ষের ফরোয়ার্ডদের আক্রমণ সামলাতে দলে রেখেছেন পাঁচ ডিফেন্ডার। গোলরক্ষক হিসেবে রয়েছেন তিনজন।ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী দল-গোলরক্ষক: এলু, ফ্যাসিয়াল, সারাহ; ডিফেন্ডার: আনা...