ঢাকার সকালটা আজ যেন একেবারেই অপ্রত্যাশিত। আকাশে রোদ ছিল না, মেঘও পুরোপুরি ঘন হয়নি, তারপরও আচমকা টুপটাপ বৃষ্টি। কেউ ছাতা ছাড়াই বেরিয়ে পড়েছেন অফিসে, কেউ বাসের জন্য দাঁড়িয়ে ভিজেছেন ভিজে ফুটপাথে। রাস্তায় হালকা জলজট, যানজট যেন বর্ষার নিয়মিত সঙ্গী হয়ে উঠেছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময় সকাল ৮টা থেকে শুরু হয় শহরের ব্যস্ততা। স্কুলে সন্তানকে পৌঁছে দিতে কিংবা অফিসের সময় ধরতে সবাই ছুটছে নিজের মতো। ঠিক তখনই ঝুপ করে নেমে আসে বৃষ্টি। কেউ ছাতা হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, কেউ আবার ভিজে কাদামাখা রাস্তায় পা টিপে টিপে এগিয়েছেন। মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, উত্তরা প্রায় সব এলাকাতেই বৃষ্টির ছোঁয়া পড়েছে। বৃষ্টির পর ঢাকার চিরচেনা চিত্র কোথাও হাঁটুসমান পানি, কোথাও রিকশাচালকের ঠেলাঠেলি। রামপুরা, মালিবাগ, মতিঝিল বা পুরান ঢাকার গলিতে হাঁটা যেন এক নতুন অভিযানের...