দশ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে ভারতীয় সিনেমার ইতিহাসগড়া ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’। তবে ভক্তরা যেভাবে ‘তৃতীয় পর্ব’ কল্পনা করছিলেন, এবার বিষয়টা কিছুটা ভিন্ন। পরিচালক এস. এস. রাজামৌলি এবার আনছেন না নতুন গল্প, বরং উপহার দিতে চলেছেন আগের দুই ছবির একত্রিত ও উন্নত সংস্করণ।প্রযোজক শোবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, এই বিশেষ সংস্করণ তৈরি হচ্ছে সিরিজটির ১০ বছরপূর্তি উপলক্ষে। এতে একসঙ্গে দেখা যাবে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) এবং ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (২০১৭) — এক ধারাবাহিক সিনেমা হিসেবে। প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট দৈর্ঘ্যের এই সংস্করণে প্রথমার্ধে দেখানো হবে প্রথম ছবির গল্প, বিরতির পর চলবে দ্বিতীয় কিস্তির কাহিনি।প্রযোজকের ভাষায়, ‘দুই ছবিকে একসঙ্গে দেখা যাবে, কিন্তু গল্পের প্রবাহ বা আবেগের ওঠানামা থাকবে আগের মতোই।’শুধু তাই নয়, এবার নাকি দেখা যাবে কিছু নতুন দৃশ্যও, যা মূলত...