ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড ইংলিশ প্রিমিয়ার লিগে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সেপ্টেম্বর মাস দুর্দান্ত কেটেছে নরওয়ের তারকার। পাঁচ গোল করে ইপিএলে মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম তুলেছেন তিনি। মাসের শুরুতে ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারায় সিটিজেনরা। সেখানে বড় অবদান ছিল হালান্ডের। এরপর আর্সেনালের বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচেও গোল পেয়েছিলেন ২৫ বর্ষী তারকা। বার্নলির বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয়েও বড় ভূমিকা ছিল তার। সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়ে হালান্ড বলেন, ‘চতুর্থবার মাস সেরার পুরস্কার জিততে পেরে আমি খুব খুশি। আমার কাছে এর মানে অনেক কিছু। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাতে চাই আমার সতীর্থ, কোচ এবং স্টাফদের যাদের সাথে সবসময় কাজ করি।’ ‘সেপ্টেম্বর আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস ছিল। আমরা কিছু...