অধিনায়ক যশুয়া কিমিচের জোড়া গোলে ১০ জনের লুক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের শীর্ষে উঠেছে জার্মানি। টুর্নামেন্টের শুরুতে হোঁচট খেলেও এ জয়ে দৃঢ় অবস্থানে ফিরেছে ইউরোপিয়ান জায়ান্টরা। গত মাসে স্লোভাকিয়ার বিপক্ষে হারের পর জার্মান কোচ হুলিয়ান নাগেলসমান কিছুটা চাপে ছিলেন। তার অধীনে আগের ২৫ ম্যাচে জার্মানির জয় ছিল মাত্র ১৩টি। তবে র্যাঙ্কিংয়ে ৯৬ নম্বরে থাকা লুক্সেমবার্গের বিপক্ষে কোনও অঘটনের আভাস ছিল না। ১৯৯১ সালের পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে এই দুই দলের আর দেখা হয়নি। আর ম্যাচের ২০ মিনিট না যেতেই হাত দিয়ে বল ঠেকিয়ে বসেন লুক্সেমবার্গ ডিফেন্ডার ডির্ক কার্লসন। যার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এর আগেই বাঁ দিক থেকে নেওয়া ফ্রি-কিকে দারুণ শটে জার্মানিকে এগিয়ে দেন ডেভিড রাউম (১২ মিনিট)। পরে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ...