আগুন ঝরানো ফর্মে থেকেই প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। কোনো পেনাল্টি ছাড়াই এখন পর্যন্ত ৭ ম্যাচে করেছেন ৯ গোল। যদিও ২০২২–২৩ মৌসুমে প্রথম সাত ম্যাচে করেছিলেন ১১ গোল, আর গত মৌসুমে ১০টি, তবু তিনি চলতি মৌসুমে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আছেন। বিশেষজ্ঞরা বলছেন, নিজে গোল করার পাশাপাশি সবচেয়ে বেশি গোলের সুযোগও তৈরি করেছেন হালান্ড। চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত নিয়েছেন ২৯টি শট, যা অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে ১২টি বেশি। প্রতি শটে তার গোল হওয়ার সম্ভাবনা ২৭%, যা গত মৌসুমের শুরুর (০.১৭) তুলনায় অনেক বেশি। গোল্ডেন বুটের লড়াইয়ে বর্তমানে হালান্ড তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিন গোল এগিয়ে আছেন। গত মৌসুমে গোল্ডেন বুট জেতা লিভারপুলের মোহাম্মদ সালাহর মৌসুমের শুরুটা হয়েছে বেশ ধীরগতিতে। একই সময়ে...