অসাধারণ এক গোল, আরেকটি গোলে সহায়তা, দলের জয়, সবকিছুই ঠিকঠাক চলছিল। শেষটা তবু খুব সুখকর নয় কিলিয়ান এমবাপের জন্য। চোট নিয়ে যে মাঠ ছাড়তে হলো তাকে! ফ্রান্সের একটি ম্যাচ তো দুয়ারেই। প্যারিস থেকে সেই অস্বস্তির হাওয়া পৌঁছে যাওয়ার কথা মাদ্রিদেও। দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ডের চোটের অবস্থা জানতে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় থাকবে রেয়াল মাদ্রিদও। বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে প্রথম গোলটি করেন এমবাপে। প্যারিসে শুক্রবার প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্ত গোলটি করেন ফরাসি অধিনায়ক। পরে দলের দ্বিতীয় গোলেও রাখেন তিনি অবদান। চলতি মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন এমবাপে। এই নিয়ে টানা ১০ ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। ক্লাব ও দেশের হয়ে এবার ১৭ গোল হয়ে গেল তার ১৫ ম্যাচেই। স্রেফ একটি ম্যাচে জালের দেখা পাননি তিনি। প্রতিপক্ষ তাকে আটকাতে না...