আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দুর্দান্ত পারফম্যান্স করার সুবাদে ওয়ানডেতেও তেমনটাই দেখতে চেয়েছিল বাংলাদেশ দলের ভক্তরা। তবে দুই দলের ৫০ ওভারের লড়াইয়ের প্রথম ম্যাচে হতাশ করে টিম টাইগার্স। বল-ব্যাটের ব্যর্থতায় হারেই সঙ্গী হয় তাদের। তবে আজ সিরিজে টিকে থাকতে দলটির সামরেন একমাত্র পথ জয়। সে লক্ষে সন্ধ্যায় আবুধাবিতে নামবে মেহেদী হাসান মিরাজের দল।প্রথম ওয়ানডে পাঁচ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান। আজ হারলে একদিবসী ক্রিকেটে আফগানদের বিপক্ষে সিরিজ হারের হ্যাটট্রিক হয়ে যাবে মেহেদী হাসান মিরাজদের।হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, এখনও সুযোগ আছে উন্নতি করার, ‘আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা...