পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া হুসেইন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট শেয়ার করে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ও গর্বের ঢেউ তুলেছেন। কারণ, পোস্টটি এসেছে কোনো সাধারণ জায়গা থেকে নয়- প্রখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। ইনস্টাগ্রামে শেয়ার করা একাধিক ছবিতে দেখা গেছে, হার্ভার্ডের মনোরম ক্যাম্পাসে দাঁড়িয়ে সোনিয়া নিজের জীবনের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছেন। তিনি লিখেছেন, ‘@Harvard — একসময় এ স্বপ্নটা ছেড়ে দিতে হয়েছিল, কারণ তখন জীবনের পরিকল্পনা অন্য ছিল। কিন্তু নিয়তি সবসময় তার পথ খুঁজে নেয়। আজ আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায়, যেখানে থাকতে চেয়েছিলাম সবসময়। আমার পরবর্তী অধ্যায়ের সূচনা- ছাত্রজীবনের নতুন সংস্করণ।’ পোস্টের শেষে তিনি আশাবাদী ভঙ্গিতে লেখেন, ‘প্রিয় হার্ভার্ড, খুব শিগগিরই দেখা হবে ইনশাআল্লাহ।’ ছবিগুলোতে সোনিয়াকে দেখা গেছে এক পরিমিত অথচ অভিজাত লুকে- গ্রে রঙের বেল্টযুক্ত লং ড্রেস, সঙ্গে কালো...