প্রথমবারের মতো নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এক বিশাল তারার বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তের স্পষ্ট ছবি তোলার দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা বলেছেন, তারার এমন দুর্লভ মুহূর্ত আগে কখনো এত স্পষ্টভাবে ধরা পড়েনি। ধূলার ঘন আবরণের আড়ালে থাকা তারার এ আবিষ্কারটি থেকে হয়ত ব্যাখ্যা মিলতে পারে কেন অনেক বছর ধরে বড় বড় লাল সুপারজায়ান্ট তারা খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কারণ এসব তারা সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল। তবে বেশিরভাগ সময়ই যেন এরা ‘অদৃশ্য’ হয়ে যায়। আবিষ্কারটি করেছেন ‘নর্থওয়েস্টার্ন ইউনিভার্সি’টির একদল বিজ্ঞানী। এর থেকে ইঙ্গিত মিলেছে, এসব তারা আসলে ‘অদৃশ্য’ বা হারিয়ে যায়নি। এরা কেবল ঘন ধূলার আড়ালে লুকিয়ে রয়েছে। এজন্য এদের দেখা যায় না। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ইনফ্রারেড আলো ধূলার মধ্যে দিয়েও পেরিয়ে যেতে পারে।...