সম্প্রতি কারিনা তাঁর ননদ সোহা আলি খান-এর পডকাস্ট ‘অল অ্যাবাউট হার’-এ এসব মজার তথ্য শেয়ার করেন। তিনি জানান, তৈমুর অভিনয়ে আগ্রহী নয়, বরং বাবার সঙ্গে খেলাধুলা করাই তার প্রিয় কাজ। কারিনা বলেন, “স্কুলে যখন ‘ড্রামা’ বা অভিনয়ের ক্লাসের তালিকা আসে, তৈমুর তা পছন্দ করে না। সে রান্না শেখার কথা ভাবেছিল কারণ দেখে বাবাও রান্না করেন।” তৈমুরের অভিনয়ের প্রতি অনাগ্রহের কারণ জিজ্ঞেস করলে কারিনা জানান, “তৈমুর এখনও ছোট, তাই অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে তার ধারণা কম। সে শুধুমাত্র ক্রিকেট খেলোয়াড়দের প্রতি আগ্রহী। যেমন—রোহিত শর্মা, বিরাট কোহলি ও লিওনেল মেসি। এমনকি মেসির ফোন নম্বর চেয়েছে।” তৈমুরের ক্রিকেটের প্রতি প্রেম তার বাবা সাইফ আলি খানের সঙ্গে শেয়ার করে। তারা প্রায়ই ক্রিকেট নিয়ে আলোচনা করেন, যেখানে তৈমুরের দাদার নামও উঠে আসে, যিনি একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন।...