আগামী ডিসেম্বরে মেসি আসছেন ভারতে। কলকাতা-সহ তিন শহরে এক ঝাঁক অনুষ্ঠান রয়েছে কিংবদন্তি ফুটবলারের। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে দেখতে এখন থেকেই আগ্রহ তুঙ্গে। গোটা পরিকল্পনার কথা এবিপি লাইভ বাংলাকে জানিয়েছেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। সোশ্যাল মিডিয়ায় এক পরোটা বিক্রেতাকে ঘিরে চলা ব্যঙ্গ-বিদ্রুপের জবাব দিতে এক মানবিক উদ্যোগ নিয়েছেন তিনি। জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসির সঙ্গে কলকাতার সেই পরোটা বিক্রেতা রাজুর সাক্ষাৎ করাতে চান তিনি। শতদ্রু বললেন, 'সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি চোখে পড়ছিল কয়েকদিন ধরেই। সেখানে পরোটা বিক্রেতা রাজুকে ভীষণভাবে ট্রোল করা হচ্ছে। মেসির সঙ্গে রাজুকে জড়িয়ে কটাক্ষ করা হচ্ছিল। মেসি কলকাতায় এসে রাজুর কাছে পরোটা খেতে গিয়েছেন, এসব লেখালিখি হচ্ছিল। দেখে ভীষণ খারাপ লাগে। এভাবে কাউকে ট্রোলিং করার ঘোরতর বিরোধী আমি।' এই পরিস্থিতিতেই ট্রোলারদের বিরুদ্ধে এক অভিনব জবাবের পরিকল্পনা করেন শতদ্রু। তিনি...