১১ অক্টোবর ২০২৫, ১১:০৬ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১১:০৬ এএম এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে শুক্রবার তারা ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। আগামী ১২ অক্টোবর টুর্নামেন্টের ফাইনালে খুলনা বিভাগের মুখোমুখি হবে রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। ১১ রান করে আউট হন মোমিনুল হক। উইকেটে সেট হয়ে ২৭ বলে ২৮ রানে থামেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। চার নম্বরে নেমে ৭ রানের বেশি করতে পারেননি শাহাদাত হোসেন। এতে ১২তম ওভারে ৭৯ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। এরপর রংপুরের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছেন সাদিকুর রহমান ও অধিনায়ক ইয়াসির আলি। শেষ ৫১ বল খেলে অবিচ্ছিন্ন ৮৮ রান যোগ করে চট্টগ্রামকে ২০ ওভারে...