দীর্ঘ ৩৩ বছরের পর শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের ফলে গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন। এক বছর মেয়াদি কমিটির এরই মধ্যে প্রায় একমাস পেরিয়ে গেলেও অফিস বুঝে পাননি নির্বাচিত প্রতিনিধিরা। জাকসুর তহবিল ও প্রতিনিধিদের নিজস্ব সেক্টরের বাজেট নিয়েও করা হয়নি কোনো আলোচনা। এমনকি কেন্দ্রীয় ছাত্র সংসদের অফিস সংস্কারের কাজও শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা যায়, এর আগে ১৯৯২ সালে সর্বশেষ জাকসু হয়েছিল। এ মধ্যবর্তী সময়ে জাকসুর কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিবছরই শিক্ষার্থীদের কাছ থেকে জাকসুর নির্ধারিত ফি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ অর্থ জাকসুর তহবিলে জমা হওয়ার কথা, বলছেন সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদগুলোতেও একই অবস্থা। দুই একটি হল বাদে কোনো হলেই নির্বাচিত প্রার্থীদের নিয়ে আনুষ্ঠানিক সভা...