মাত্র ৫ মিনিটে পুরোপুরি চার্জ হয়ে যাবে ব্যাটারি—শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন বাস্তব! চীনের গবেষকেরা তৈরি করেছেন এমন এক গ্রাফিন-ভিত্তিক ব্যাটারি, যা প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় চার গুণ বেশি স্থায়ী এবং কখনো আগুন ধরে না। বিশ্বজুড়ে ইলেকট্রনিকস ব্যবহারকারীদের সবচেয়ে বড় ঝামেলা—ব্যাটারি চার্জ হতে সময় নেওয়া। নতুন এই উদ্ভাবন সেই সমস্যারই যুগান্তকারী সমাধান এনে দিয়েছে। গ্রাফিনের বিশেষ গঠন — একক স্তরের কার্বন পরমাণু দিয়ে তৈরি মৌচাক আকৃতির ল্যাটিস কাঠামো — ইলেকট্রনকে অবিশ্বাস্য গতিতে চলাচলের সুযোগ দেয়, তামার চেয়ে প্রায় ১০০ গুণ দ্রুত। এর ফলে ব্যাটারিটি অল্প সময়েই সম্পূর্ণ চার্জ হয়, আবার ঠান্ডা ও স্থিতিশীল থাকে। সবচেয়ে বড় সুবিধা হলো, এই গ্রাফিন ব্যাটারি দাহ্য নয়, অর্থাৎ এতে অতিরিক্ত...