‘ন ডরাই’, ‘শাটিকাপ’, ‘সাহস’ থেকে ‘সিনপাট’—গত কয়েক বছরে স্থানীয় পটভূমিতে নির্মিত বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ আলোচিত হয়েছে। এর মধ্যে ২০২২ সালের জুনে চরকিতে মুক্তি পায় সাজ্জাদ খানের সিনেমা ‘সাহস’। পুরোপুরি বাগেরহাটের প্রচলিত ভাষায় তৈরি সিনেমাটি আঞ্চলিক নিজস্বতার জন্য প্রশংসিত হয়। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিয়া হক অর্ষা। এবার ‘সাহস’-এর পর মোস্তাফিজুর আসছেন ‘দুঃসাহস’ নিয়ে। নির্মাতারা বলছেন, এটা পুরোপুরি দক্ষিণবঙ্গে তৈরি সিনেমা। মোস্তাফিজুর বললেন, ‘বাংলাদেশের প্রথম ১০০ শতাংশ লোকাল সিনেমা হলো ‘সাহস’, এবার আবার আমরা আসছি দুঃসাহস নিয়ে। আরও পড়ুনআরও পড়ুননয় মাসে ডিজিটাল সহিংসতার শিকার ২৯ অভিনেত্রী বাগেরহাটে নির্মিত সিনেমা, দক্ষিণবঙ্গের ১০০ শতাংশ লোকাল সিনেমা।’ মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন কৌতূহল। এতে মোস্তাফিজুর অভিনয় করেছেন। আর কে আছেন? সিনেমাটিই–বা কী নিয়ে? কিছুই ভাঙতে...