জমি সংক্রান্ত বিরোধ, জাল দলিল বা উত্তরাধিকার জটিলতা—এমন নানা সমস্যায় প্রতিদিনই অসংখ্য মানুষ ভোগান্তিতে পড়েন। বিশেষজ্ঞদের মতে, সামান্য সচেতনতা ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণই আপনাকে এসব জটিলতা থেকে রক্ষা করতে পারে। তাই জমি ঝামেলামুক্ত রাখতে নিচের কাগজপত্র ও পদক্ষেপগুলো অবশ্যই নিশ্চিত রাখুন— প্রথমেই জমিরমূল দলিল ও রেকর্ডীয় খতিয়ান(CS, SA, RS, BS ইত্যাদি) সংগ্রহে রাখুন। এগুলোই জমির প্রকৃত মালিকানা প্রমাণের প্রধান ভিত্তি। দ্বিতীয়ত, জমিরনামজারী (Mutation)না থাকলে দ্রুত সম্পন্ন করুন। নামজারী ছাড়া জমির মালিকানা হস্তান্তর আইনগতভাবে অসম্পূর্ণ থাকে। তৃতীয়ত, জমিরখাজনা নিয়মিত ও হালনাগাদ রাখুন। পুরনো বা অনাদায়ী খাজনা পরবর্তীতে জমি খাস হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। চতুর্থত,পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখুনএবং জমিরসীমানা নির্ধারণ (আইল)করে রাখুন। এতে প্রতিবেশির সঙ্গে জমির সীমা নিয়ে বিরোধ এড়ানো যায়। এছাড়া নিজের জমিনিজের দখলে রাখার বিষয়টি...