শেষ কয়েকটি ম্যাচে ছন্দ হারানো জার্মানি অবশেষে নিজেদের পুরোনো রূপে ফিরেছে। বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল তারা। ঘরের মাঠে গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাতে লুক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়েছে জার্মানি। নিজেদের মাঠে লুক্সেমবার্গের বিপক্ষে একচেটিয়া দাপট দেখিয়েছে জুলিয়ান নাগালসম্যানের শিষ্যরা। দুর্দান্ত এক ফ্রি কিকে শুরুটা করেন ডেভিড রাউম, পরে জোড়া গোল করেন জসুয়া কিমিখ। একটি গোল করেন সার্জ গ্যানাব্রি। এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল, গতি ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। তারা বল দখলে রেখেছে প্রায় ৮৫ শতাংশ সময় এবং গোলের উদ্দেশ্যে শট নিয়েছে ৩১টি, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। লুক্সেমবার্গ পুরো ম্যাচে কেবল একটি শট নিতে পেরেছে।। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য যেমন অনেক, মাঠের খেলাতেও তার প্রতিফলন ছিল স্পষ্ট। ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় জার্মানি। ডেভিড রাউমের...