নিজস্ব প্রতিবেদক : বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। ইতোমধ্যে মেটা কনটেন্ট সুপারিশ প্রযুক্তি বা রিকমেন্ডেশন ইঞ্জিন নতুনভাবে সাজিয়েছে, যাতে ব্যবহারকারীরা তাদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক রিলস (Reels) দেখতে পান। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা এখন স্পষ্টভাবেই ভিডিওনির্ভর কনটেন্টকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এতে করে ফেসবুক ধীরে ধীরে টিকটকের মতো স্বল্পদৈর্ঘ্য ভিডিওভিত্তিক প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে।এই কৌশলের মাধ্যমে মেটা মূলত তরুণ ব্যবহারকারী ধরে রাখার এবং ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা কাজে লাগানোর চেষ্টা করছে। চলতি বছরের শুরুতে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছিলেন, তিনি চান সেই “পুরোনো দিনের ফেসবুক” অভিজ্ঞতা ফিরিয়ে আনতে, যেখানে ব্যবহারকারীদের আপনজনের সঙ্গে সংযোগ ও যোগাযোগ ছিল মূল বিষয়।নতুন ভিডিও ফিচার এবং রিকমেন্ডেশন সিস্টেম সেই...