ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ছায়ানটের ‘শরৎ উৎসব’। শনিবার সকালে সংগঠনটি প্রথমবারের মতো স্কুলটির সঙ্গে যৌথভাবে আয়োজন করে এ শরৎ বন্দনা অনুষ্ঠান। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া অনুষ্ঠানে ছিল নাটক, গান ও আবৃত্তির পরিবেশনা। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাঙ্গণ ভরে ওঠে উৎসবের আবহে। ‘শরৎ প্রাতে অরুণ আলো’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয় সম্মেলক কণ্ঠে ‘শরৎ তোমার আলোর অঞ্জলি’ পরিবেশনের মাধ্যমে। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইস আহমদ লিসা বলেন, “আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই, তরুণ প্রজন্মের মাঝে যেতে চাই। সে লক্ষ্যেই সেন্ট যোসেফ স্কুলের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছি। ভবিষ্যতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজন করতে চাই।” তিনি বলেন, “যারা অন্ধকারে আছে, তাদের মাঝেও আলোর শিখা জ্বালাতে হবে।” অনুষ্ঠানের প্রথম পর্বে সেন্ট যোসেফ স্কুলের কালচারাল...