বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই স্লোভাকিয়ার কাছে হেরে চমকে গিয়েছিল জার্মানিকে। তবে এরপর টানা দুই ম্যাচ জিতে আবারও ট্র্যাকে ফিরে এসেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুক্রবার রাতে ৪-০ গোলের ব্যবধানে তারা হারিয়েছে লুক্সেমবার্গকে। এ জয়ে অধিনায়ক জশুয়া কিমিচ করেছেন দুটি গোল, বাকি দুটি এসেছে দলের সম্মিলিত আধিপত্যে— আর ১০ জন নিয়ে খেলা লুক্সেমবার্গ ছিল পুরোপুরি অসহায়। গত মাসে স্লোভাকিয়ার বিপক্ষে পরাজয়ের পর কোচ হুলিয়ান নাগেলসম্যানের ওপর কিছুটা চাপ তৈরি হয়েছিল। জার্মানির হয়ে আগের ২৫ ম্যাচে মাত্র ১৩ জয় পাওয়া কোচের জন্য এই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্ব র্যাংকিংয়ে ৯৬তম স্থানে থাকা লুক্সেমবার্গের বিপক্ষে জার্মানি শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। ১২তম মিনিটে বামপাশ থেকে নেওয়া ডেভিড রাউমের দারুণ ফ্রি-কিক পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে দিয়ে আসে প্রথম গোল। এরপরই লুক্সেমবার্গের ডিফেন্ডার ডার্ক কার্লসন হাতে বল...