দারুণ ছন্দে আছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গড়েছেন টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি। শুক্রবার রাতে ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বে আজারবাইজানকে ৩–০ গোলে হারিয়েছে ফ্রান্স, যেখানে মূল নায়ক ছিলেন এমবাপ্পে। এ জয়ে বিশ্বকাপ বাছাইয়ে ‘ডি’ গ্রুপে টানা তিন ম্যাচের তিনটিতেই জিতে শীর্ষে থাকল ফ্রান্স। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক একক প্রচেষ্টায় আজারবাইজানের রক্ষণভাগ ভেদ করে নিচু শটে জালের দেখা পান ফরাসি অধিনায়ক। এটি ছিল তার আন্তর্জাতিক ফুটবলে ৫৩তম গোল এবং চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ১৭তম গোল। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে তার নিখুঁত ক্রসে হেড করে গোল করেন এসি মিলানের মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও ম্যাচের শেষ দিকে সামান্য গোড়ালির চোট অনুভব করায় এমবাপ্পেকে তুলে নেওয়া হয়। তার পরিবর্তে নামেন ফ্লোরিয়ান থভিন, যিনি ২০১৯ সালের পর প্রথমবার...