চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপ্পে। গতকাল শুক্রবারের আগ পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ৯ ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ফরাসি তারকা। সে ধারাবাহিকতা বজায় রেখেছেন গতকালের ম্যাচেও। ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজারবাইজানের বিপক্ষে চোখ ধাঁধানো এক গোল করেছেন এমবাপ্পে। টানা ১০ ম্যাচে গোল- ক্যারিয়ারে টানা গোলে এমবাপ্পের ব্যক্তিগত রেকর্ড এটাই। সে রেকর্ডটাও হলো বছরের দশম মাস অক্টোবরের ১০ তারিখে! কী কাকতাল! দৃষ্টিনন্দন গোলের পর সতীর্থ আদ্রিয়ঁ রাবিওকে দিয়ে আরও একটি গোল করিয়েছেন এমবাপ্পে। সঙ্গে শেষ দিকে বদলি নামা ফ্লোরিয়ান থঁভার গোলে আজারবাইজানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচেই জিতল ফ্রান্স। তবে জিতেও চিন্তার ভাঁজ পড়েছে ফরাসিদের কপালে। সেটার কারণও এমবাপ্পে। ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন রেয়াল মাদ্রিদ তারকা। এতে...