অনেকেই জানেন না, Gmail এর অপ্রয়োজনীয় মেইল ও ফাইলগুলোই মূলত স্টোরেজ ভরে দেয়। ফলে গুরুত্বপূর্ণ ইমেইল আসতে সমস্যা হয়। অথচ কয়েকটি সহজ উপায় জানলেই মাত্র দুই মিনিটে ফ্রি করা সম্ভব Gmail এর স্পেস। জেনে নিন করণীয়— ১. Unsubscribe করুন অবাঞ্ছিত ইমেইলযেসব ওয়েবসাইট বা কোম্পানি থেকে প্রতিদিন ইমেইল পাচ্ছেন, সেগুলো বন্ধ করুন। ইমেইলের নিচে থাকাUnsubscribeবাটনে ক্লিক করলেই আর আসবে না। চাইলে Gmail এর সার্চ বারে গিয়েও খুঁজে বের করতে পারেন। ২. Promotions ও Social ট্যাব খালি করুনGmail এ গিয়ে আলাদাPromotionsওSocialট্যাব খুলুন। সব ইমেইল সিলেক্ট করে একসাথে ডিলিট করে ফেলুন। এতে প্রচুর জায়গা খালি হবে। ৩. বড় ফাইল মুছে ফেলুনসার্চ বারে লিখুন—has:attachment larger:10Mতাহলেই ১০MB এর বেশি আকারের ফাইলগুলো বের হয়ে আসবে। প্রয়োজনহীনগুলো মুছে দিন। ৪. Spam ও Trash খালি করুনঅনেক সময় হাজারো...