ড্রিম ক্যাচারের উৎপত্তি হয় ‘ওজিবওয়ে’ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে, যারা উত্তর আমেরিকার গ্রেট লেক অঞ্চলের আদিবাসী। তবে প্যান-ইন্ডিয়ান আন্দোলনের পর ১৯৬০ ও ৭০-এর দশকে অন্যান্য আদিবাসী আমেরিকান সম্প্রদায়ের মধ্যেও এর জনপ্রিয়তা বাড়ে। তার মধ্যে একটি অন্যতম সম্প্রদায় ছিল ‘লাকোটা’। লাকোটাদের মধ্যেও এর ব্যবহার দেখা যায়। তাই তারাও নিজেদের ড্রিম ক্যাচারের কারিগর মনে করেন। এর কারণ সম্ভবত উত্তর সমভূমির সংস্কৃতি। উত্তর আমেরিকার ‘ওজিবওয়ে’ যাদের পূর্বনাম ছিল ‘চিপেওয়া’ এবং ‘লাকোটা’ নামক এ দুটি আদিবাসী জাতিগোষ্ঠীরাই মূলত ড্রিমক্যাচার তৈরি করতেন। তবে আধুনিক ইতিহাসে ড্রিম ক্যাচারের প্রথম উল্লেখ পাওয়া যায় ১৯২৯ সালে। ফ্রান্সিস ডেন্সমোর নামে একজন বিখ্যাত আমেরিকান নৃতাত্ত্বিক এবং ভাষাবিদ প্রথম এটি নিয়ে গবেষণা ও লেখালেখি শুরু করেন। সেই থেকেই ড্রিম ক্যাচার নিয়ে মানুষের আগ্রহ ক্রমে বেড়েই চলেছে। আদিবাসী আমেরিকানরা স্বপ্নকে দেখতেন একধরনের শক্তি...