দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ নিয়ে গল্প করতে এবার ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে আসছেন ব্যান্ডের সাবেক কি-বোর্ডিস্ট ও সুরকার মানাম আহমেদ। আশির দশকে ইংরেজি গান করা মাইলসের নব্বই দশকে বাংলা গানে আসা, প্রথম গান রেকর্ডিং, অ্যালবাম প্রকাশ, কনসার্টের অভিজ্ঞতাসহ ব্যান্ডের উত্থানের গল্প শোনাবেন এই শিল্পী। বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, শনিবার রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি। মাইলসের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতির' প্রথম তুমুল জনপ্রিয় গান ‘চাঁদ তারা সূর্য নও তুমির' সুরকার মানাম আহমেদ। সেই সময়টা এখনো অনেক মনে করেন জানিয়ে অনুষ্ঠানে মানাম বলেন, "আমরা সে সময় কল্পনা করিনি গানটি এমন জনপ্রিয়তা পাবে। আগে ইংরেজি গান করলেও নব্বই দশকে আমরা বাংলা গান শুরু করি। শুরুতেই শ্রোতারা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন তাতে আমরা উৎসাহ পাই। "এরপরের ইতিহাস তো বলার অপেক্ষা রাখে না। একের পর এক...